০১। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচিঃ- |
বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ভোলা জেলাধীন দৌলতখান উপজেলার মোট প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যা:- কামার-৪৯ জন, নাপিত-১৪২ জন, বাঁশ ও বেত-৬৫ জন এবং মুচি-১১২ জন সর্বমোট = ৩৬৮ জন (জরিপ অনুযায়ী)। ইতিমধ্যে ৬৩ জনের সফট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। এছাড়া ৬০ জনকে (২০ জন ওস্তাদ ও ৪০ জন সাগরেদ) স্বাল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ চলমান।
০২। অনগ্রসর ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য আত্মকর্মসংস্থান মূলক কাজের প্রশিক্ষণের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ভোলা জেলা দৌলতখান উপজেলাধীন কম্পিউটার (মোলিক ও গ্রাফিক্স ডিজাইন) ও ড্রাইভিং বিষয়ে প্রশিক্ষণ। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS